Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ধূরইল

 

রাজশাহী জেলার সর্ব উত্তরের উপজেলা মোহনপুর। মোহনপুর উপজেলাধীন ১নং ধূরইল ইউনিয়ন পরিষদটি ৩৯ টি গ্রাম  এবং ২৩টি মৌজা নিয়ে গঠিত। এ উপজেলা কৃষি ও মৎস্য শিল্পপ্রধান এবং বিশেষ করে পান, আলু, ধান ও সবজী উৎপাদনের দিক দিয়ে অন্যতম। এই ইউনিয়নটি উপজেলার  ১নং ধূরইল ইউনিয়ন হিসেবে পরিচিত। কাল পরিক্রমায় আজ ধূরইল ইউনিয়ন কৃষি, শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় আজও সমুজ্জ্বল।

 

ক) নাম – ১নং ধূরইল ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ২৭.৭৬(বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ২৮,৮১১জন (প্রায়) (২০১৬ সালের অনলাইন অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ৩৯ টি।

ঙ) মৌজার সংখ্যা – ২৩টি।

চ) হাট/বাজার সংখ্যা -২ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – মিশুক/ভুটভুটি/ভ্যান যোগে ১০ টাকা ভাড়া (৪.৫ কিঃমিঃ) পশ্চিম দিকে ময়ারমোড় থেকে উত্তরে মহব্বতপুর বাজারের মধ্যে মহব্বতপুর উচ্চ বিদ্যারয়ের পশ্চিম পার্শ্বে অবস্থিত।

জ) শিক্ষার হার – ৭৫%

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১০টি,

    উচ্চ বিদ্যালয়ঃ ৫টি,

    মাদ্রাসা- ৫টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ কাজিম উদ্দীন।

মোবাইল নং ০১৭১১-৩৩৬২২১, ০১৭৪০-৫৯৯০২৭

 

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয়স্থান- নাই।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/২০০২ইং।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ২৩/০৭/২০১১ইং

                                    ২) প্রথম সভার তারিখ – ২৫/০৭/২০১১ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিখ– ২৪/০৭/২০১৬ইং

ঢ) গ্রাম সমূহের নাম –

১। চককৃষ্ণপুর

২। শিবপুর

৩। বাদেজোল

৪। আমরাইল উত্তরপাড়া

৫। আমরাইল কোনাপাড়া

৬। আমরাইল মধ্যপাড়া

৭। আমারাইল পশ্চিমপাড়া

৮। বাদেজোল (চিনাশুপাড়া)

৯। পোল্লাকুড়ি

১০। আমরাইল সরদার পাড়া

১১। ধূরইল পশ্চিমপাড়া

১২। ধূরইল উত্তরপাড়া

১৩। ধূরইল পাঠানপাড়া

১৪। ধূরইল হাটপাড়া

১৫। ধূরইল নাপিতপাড়া

১৬। ধূরইল তালুকদারপাড়া

১৭। ধূরইল তালেবপাড়া

১৮। ধূরইল দক্ষিনপাড়া

১৯। ধূরইল রিফুজিপাড়া

২০। ধূরইল পূর্বপাড়া

২১। ধূরইল মন্ডলপাড়া

২২। ধূরইল পন্ডিতপাড়া

২৩। ধূরইল মৃধাপাড়া

২৪। ধূরইল হাজিপাড়া

২৫। ধূরইল মাষ্টারপাড়া

২৬। কাশিমালা

২৭। পিয়ারপুর

২৮। দর্শনহাট

২৯। পাঁচপাড়া

৩০। মহব্বতপুর

৩১। মোহনপুর

৩২। পাকুড়িয়া

৩৩। মজলিসবাড়ি

৩৪। খানপুর

৩৫। মল্লিকপুর

৩৬। ছোট পালশা

৩৭। ভীমনগর

৩৮। লক্ষীপুর

৩৯। পালশা

 

 

 

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) চেয়ারম্যান - ১ জন।

               ২)নির্বাচিত ইউপি সদস্য – ১২ জন।

               ৩) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

               ৪) ইউনিয়ন গ্রাম পুলিশ – ০৭ জন।