Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ইউনিয়ন পরিষদ
বিস্তারিত

রাজশাহী জেলার সর্ব উত্তরের উপজেলা মোহনপুর। মোহনপুর উপজেলা ধীন ১নং ধূরইল ইউনিয়ন পরিষদটি ৩৯ টি গ্রাম নিয় গঠিত। এ উপজেলা কৃষি ও মৎস্য শিল্পপ্রধান এবং বিশেষ করে পান উৎপাদনের দিক দিয়ে অন্যতম ইউনিয়ন হল ধূরইল ইউনিয়ন। এই ইউনিয়নটি উপজেলার  ১নং ধূরইল ইউনিয়ন হিসেবে পরিচিত। যা মোহনপুর উপজেলার পশ্চিম দিকে তানোর উপজেলার পাশ দিয়ে অবস্থিত। কাল পরিক্রমায় আজ ধূরইল ইউনিয়ন কৃষি, শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

 

ক) নাম – ১নং ধূরইল ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ২৭.৭৬(বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ২৯,৯৫২জন (প্রায়) (জন্ম নিবন্ধনঅনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ৩৯ টি।

ঙ) মৌজার সংখ্যা – ২৩টি।

চ) হাট/বাজার সংখ্যা -২ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – মিশুক/ভুটভুটি/ভ্যান যোগে ১০ টাকা ভাড়া (৪.৫ কিঃমিঃ) পশ্চিম দিকে মহব্বতপুর বাজারের পার্শ্বে।

জ) শিক্ষার হার – ..........%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১১টি,

    উচ্চ বিদ্যালয়ঃ ৫টি,

    মাদ্রাসা- ১৫টি।

ঝ) দায়িত্বরত চেয়রম্যান –জনাব মোঃ কাজিম উদ্দীন।

 

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয়স্থান- ২ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/২০০৬ইং।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ০১/০৬/২০১১ইং

                                    ২) প্রথম সভার তারিখ – ১২/০৭/২০১১ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিখ– ২৭/০৭/২০১৬ইং