রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় অত্র ০১ নং ধুরইল ইউনিয়ন পরিষদ অবস্থিত । অত্র ইউনিয়নে মোট রাস্তা = ৭০ কিঃমিঃ
পাকা রাস্তা = ১৫ কিঃমি, কাঁচা রাস্তা = ৫৫ কিঃমিঃ।এছাড়া ইউনিয়ন পরিষদ ভবন উপজেলা পরিষদ হতে ৪.৫ কিঃমিঃ এবং রাজশাহী জেলা শহর হতে ২৬.৫ কিঃমিঃ উত্তর দিকে অবস্থিত। জেলা শহর হতে বাস অথবা সিএজি যোগে মোহনপুর আসতে হয়। ভাড়া লাগে ৩০-৪০ টাকা। আর উপজেলা হতে ভুটভুটি/ভ্যান/মিশুক ইত্যাদি যোগে ৪.৫ কিঃমিঃ পাকা রাস্তা হয়ে ধূরইল ইউপিতে আসা যায়, ভাড়া ১০ টাকা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস