Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
মোহনপুর উপজেলার পানবরজের ভিতরের ছবি
Details

মোহনপুর উপজেলার প্রায় প্রতিটি গ্রমেই আছে পান বরজ। মোহনপুর উপজেলার পান বরজের মধ্যে পানের চাষ হয় এইভাবে। এই পান মোহনপুর উপজেলার ঐতিহ্যবাহী কৃষি পন্য। এই পান চাষ করে এখার স্থানীয় জনগন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে। আর শুধু তাই নয় এই পানের চাহিদা রয়েছে সারা বাংলাদেশ জুড়ে। মোহনপুর উপজেলায় পানের কয়েকটি বড় বড় হাট আছ যেখানে সপ্তাহে ২ থেকে ৪ দিন পর্যন্ত বাজার বসে। এখান থেকে বড় ব্যবসায়ীরা পান কিনে দেশের বিভিন্ন স্থানে চাহিদা মতো সরবরাহ করে থাকে। মোহনপুরের পান অনেক সুস্বাদু তাই  এখানকার পানকে মিঠা পান বলা হয়।